23rd September 2022 Current Affairs in Bengali | 23rd সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 23rd September 2022 Current Affairs in Bengali | 23rd সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 23rd September 2022 Current Affairs in Bengali | 23rd সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal



23rd September 2022 Current Affairs in Bengali | 23rd সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “আন্তর্জাতিক সাইন ল্যাঙ্গুয়েজ দিবস” (International Day of Sign Languages) কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 23rd সেপ্টেম্বর

  1. সম্প্রতি কোন টহল জাহাজ ভারতীয় নৌবাহিনীতে যুক্ত করা হল?

উত্তর:- সমর্থ (Samarth) নামক জাহাজ



  1. G20 সভার মাধ্যমে কোন 4টি স্থানকে পর্যটনের জন্য প্রচার করা হতে চলেছে ?

উত্তর:- শ্রীনগর, শিলিগুড়ি, কচ্ছ ও গোয়া

  1. সম্প্রতি পিএম কেয়ার ফান্ড (PM CARES Fund) -এর নতুন ট্রাস্টি হিসেবে কাদের নিয়োজিত করা হল?




উত্তর:- রতন টাটা, কে টি থমাস এবং কারিয়া মুন্ডা

  1. “Karantha Award 2022” কে পেতে চলেছেন ?

উত্তর:- ডঃ কে ভি রাও (Dr. KV Rao)

  1. সম্প্রতি কে ‘প্রিয়দর্শিনী একাডেমির স্মিতা পাটিল মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ -এ ভূষিত হলেন?

উত্তর:- আলিয়া ভাট (Alia Bhatt).

  1. “বিশ্ব গন্ডার দিবস” (World Rhino Day) কবে পালন করা হয়ে থাকে ?

উত্তর:- 22শে সেপ্টেম্বর

  1. UPI-তে RBI সম্প্রতি কোন কার্ড চালু করলো?

উত্তর:- RuPay ক্রেডিট কার্ড

  1. সম্প্রতি কে বিশাখাপত্তনমে 2টি DSV চালু করতে চলেছেন ?

উত্তর:- নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার (R. Hari Kumar)

  1. ইভোল্ট ইন্ডিয়া সম্প্রতি কোন কোম্পানির সাথে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনগুলির জন্য চুক্তি স্বাক্ষর করলো ?

উত্তর:- ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation)

  1. আদানি ট্রান্সমিশনের নতুন প্রধান নির্বাহী পরিচালক হিসেবে সম্প্রতি কাকে নিয়োজিত করা হল?

উত্তর:- বিমল দয়াল (Bimal Dayal).

  1. সম্প্রতি কোন ভারতীয় ক্রীড়াবিদ ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে রৌপ্য পদক জিতলেন?

উত্তর:- দেবেন্দ্র ঝাঝারিয়া (Devendra Jhajharia).




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।