Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 23rd October 2022 Current Affairs in Bengali | 23rd অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 23rd October 2022 Current Affairs in Bengali | 23rd অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
23rd October 2022 Current Affairs in Bengali | 23rd অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- “আন্তর্জাতিক ক্যাপস লক দিবস” কবে পালন করা হয়ে থাকে ?
উত্তর:- ২২শে অক্টোবর
- কোন রাজ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 5টি পুরস্কার পেল?
উত্তর:- তামিলনাড়ু
- সম্প্রতি কোন ব্যাঙ্ক ‘KBL শতবর্ষী আমানত প্রকল্প’ লঞ্চ করলো ?
উত্তর:- কর্ণাটক ব্যাঙ্ক (Karnataka Bank).
- কে সম্প্রতি নিয়োগ ড্রাইভ, ‘রোজগার মেলা’ (Rozgar Mela) চালু করলেন?
উত্তর:- প্রধানমন্ত্রী মোদি
- দেরাদুনে ইসরো এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক কোন সম্মেলনের আয়োজন করতে চলছে ?
উত্তর:- আকাশ তত্ব (Akash Tatva).
- সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন?
উত্তর:- ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস (Liz Truss).
- কোন কোম্পানি তার স্মার্ট মিটার রক্ষণাবেক্ষণের জন্য BEST সাথে একটি চুক্তি স্বাক্ষর করলো ?
উত্তর:- আদানি গ্রুপ (Adani Group).
- তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কোন ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করলেন ?
উত্তর:- ই-সেভাই কেন্দ্র (e-Sevai Centres).
- দীপেন্দ্র সিং রাঠোর সম্প্রতি কোন পেমেন্টস ব্যাঙ্কের অন্তর্বর্তীকালীন CEO হলেন?
উত্তর:- পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক (Paytm Payment Bank).
- ভারতীয় বক্সিংয়ের জন্য উচ্চ-পারফরম্যান্স ডিরেক্টর (HPD) হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তর:- প্রাক্তন আইরিশ পেশাদার বক্সার বার্নার্ড ডান (Bernard Dunne).
❏ 22nd অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – Click Here
❏ সেপ্টেম্বর ২০২২ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF – Click Here
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।