23rd May 2023 Current Affairs Mock Test | 23rd মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 23rd May 2023 Current Affairs Mock Test | 23rd মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 23rd May 2023 Current Affairs Mock Test | 23rd মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

23rd May 2023 Current Affairs Mock Test | 23rd মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. World Turtle Day (বিশ্ব কচ্ছপ দিবস) কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 23rd মে

2. সম্প্রতি ঘূর্ণিঝড় বিদ্ধস্থ  মায়ানমারকে সহায়তা করার জন্য ভারত কোন অভিযান শুরু করেছে?

উত্তর:- “Operation Karuna” অভিযান

3. ভারতের নতুন সংসদ ভবনের নকশাকার কে?

উত্তর:- ড. বিমল প্যাটেল

4. সম্প্রতি কোন প্রতিষ্ঠান “পর্যটন ব্যারোমিটার রিপোর্ট” প্রকাশ করেছে?

উত্তর:- UNICEF

5. সম্প্রতি ভারতের বৃহত্তম স্কাইওয়াক ব্রিজের উদ্বোধন করা হলো কোথায়?

উত্তর:- তামিলনাড়ু

6. সম্প্রতি হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (HPAI) কোন দেশে নিশ্চিত হয়েছে?

উত্তর:- ব্রাজিল

7. সম্প্রতি কোন প্রতিষ্ঠান ‘জাতীয় শক্তি ব্যবস্থাপনা কেন্দ্র’ প্রতিষ্ঠা করেছে?

উত্তর:- REMC লিমিটেড

8. সম্প্রতি “ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন” -এর প্রথম মহিলা Director General পদে কে নিযুক্ত হলেন।

উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্রের Amy Pope.

9. সম্প্রতি প্রকাশিত “The Golden Years: The Many Joys of Living a Good Long Life” শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- বিখ্যাত ইংরেজি লেখক Ruskin Bond.

10. সম্প্রতি প্রকাশিত লেটেস্ট TIME ম্যাগাজিনের কভারে স্থান পেলেন কোন ভারতীয় অভিনেত্রী?

উত্তর:- দীপিকা পাড়ুকোন

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।