23rd June 2023 Current Affairs in Bengali Quiz | 23rd জুন 2023 বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স | International Widows Day | United Nations Public Service Day

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 23rd June 2023 Current Affairs in Bengali Quiz | 23rd জুন 2023 বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 23rd June 2023 Current Affairs in Bengali Quiz | 23rd জুন 2023 বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

23rd June 2023 Current Affairs in Bengali Quiz | 23rd জুন 2023 বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “আন্তর্জাতিক বিধবা দিবস” (International Widows Day) কোন দিন পালন করা হয়ে থাকে?

উত্তর:- 23rd জুন

2. “জাতিসংঘের পাবলিক সার্ভিস দিবস” (United Nations Public Service Day) কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- 23rd জুন

3. সম্প্রতি কোন রাজ্যের সরকার রাজ্যের কারাগারগুলি নাম পরিবর্তন করে “Reform Homes” করার সিদ্ধান্ত নিয়েছে?

উত্তর:- উত্তরপ্রদেশ সরকার।

4. ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডে বেস্ট স্টেট ক্যাটাগরিতে কোন রাজ্য শীর্ষে স্থান পেয়েছে?

উত্তর:- মধ্যপ্রদেশ

5. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ইন্ডিয়ান ন্যাশনাল গেমসের 37তম সংস্করণের জন্য “মোগা” নামক ম্যাসকট লঞ্চ করেছেন।

উত্তর:- গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত

6. পানামায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- সুমিত শেঠ (Sumit Seth).

7. “রয়টার্স ইনস্টিটিউটের ডিজিটাল নিউজ রিপোর্ট 2023” অনুসারে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ইলেকট্রনিক মিডিয়া হিসাবে স্বীকৃতি পেয়েছে কারা?

উত্তর:- DD ইন্ডিয়া এবং অল ইন্ডিয়া রেডিও

8. হুরুন ইন্ডিয়া তালিকা অনুসারে ভারতের সবচেয়ে মূল্যবান বেসরকারি কোম্পানি কোনটি?

উত্তর:- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries).

9. 200টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রথম পুরুষ ফুটবলার কে?

উত্তর:- ক্রিশ্চিয়ানো রোনালদো (Cristiano Ronaldo).

10. কোন দেশে ভারতীয় সেনাবাহিনী ‘Exercise Khan Quest 2023’ -এ অংশগ্রহণ করছে?

উত্তর:- মঙ্গোলিয়া

11. সম্প্রতি IGL (ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড) -এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- কমল কিশোর চাটিওয়াল।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।