23rd July 2023 Current Affairs in Bengali Quiz | 23rd জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 23rd July 2023 Current Affairs in Bengali Quiz | 23rd জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 23rd July 2023 Current Affairs in Bengali Quiz | 23rd জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

23rd July 2023 Current Affairs in Bengali Quiz | 23rd জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন রাজ্য সরকার মহিলাদের জন্য “গৃহ লক্ষ্মী” প্রকল্প চালু করেছে?

উত্তর:- কর্ণাটক সরকার

2. শিক্ষার্থীদের উচ্চমানের শিক্ষা প্রদান করতে কোন রাজ্য সরকার সরকার ‘CM Rise’ স্কুল প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছ?

উত্তর:- মধ্যপ্রদেশ

3. সম্প্রতি কোন রাজ্যে “PM MITRA Park” লঞ্চ করা হলো?

উত্তর:- মহারাষ্ট্র

4. সম্প্রতি প্রকাশিত NITI Aayog-এর “Export Preparedness Index 2022” -এ শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য?

উত্তর:- তামিলনাড়ু

5. সম্প্রতি Michelin India -র নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- শান্তনু দেশপান্ডে

6. কোন প্রতিষ্ঠান ‘জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক’ প্রকাশ করেছে?

উত্তর:- নীতি আয়োগ (NITI Aayog).

7. 19th Asian Games-এ ভারতীয় পুরুষ দলের হয়ে নেতৃত্ব কে দেবেন?

উত্তর:- রুতুরাজ গাইকওয়ার

8. সম্প্রতি প্রকাশিত “Henley Passport Index 2023” -এ প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ?

উত্তর:- সিঙ্গাপুর

9. সম্প্রতি প্রকাশিত ‘Through The Broken Glass: An Autobiography’ শিরোনামে আত্মজীবনীটি কে লিখলেন?

উত্তর:- টি.এন. সেশান

10. Indian Coast Guard -এর ডিরেক্টর জেনারেল পদে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- রাকেশ পাল।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।