23rd January 2024 Current Affairs in Bengali Quiz | 23rd জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 23rd January 2024 Current Affairs in Bengali Quiz | 23rd জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 23rd January 2024 Current Affairs in Bengali Quiz | 23rd জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

23rd January 2024 Current Affairs in Bengali Quiz | 23rd জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী” কোন দিন পালিত হয়ে থাকে? (Netaji Subhas Chandra Bose’s Jayanti)

উওর:- 23rd জানুয়ারী

2. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘মহাতারি বন্দনা যোজনা’ চালু করেছে? (Mahatari Vandana Yojana)

উওর:- ছত্তিশগড়

3. সম্প্রতি কেন্দ্র সরকার 16 তম অর্থ কমিশনের জন্য চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করেছে?

উওর:- ডঃ অরবিন্দ পানাগড়িয়া (Dr. Arvind Panagariya)

4. সম্প্রতি কে ইস্টার্ন নেভাল কমান্ডের চিফ স্টাফ অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন?

উওর:- শান্তনু ঝা (Shantanu Jha)

5. আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড করেছেন কোন ব্যাটসম্যান?

উওর:- রোহিত শর্মা

6. সম্প্রতি কে সেরা ফিফা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হয়েছেন?

উওর:- লিওনেল মেসি

7. সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর কোন জাহাজটি বাতিল করা হয়েছে?

উওর:- ‘চিতা’ (Cheetah)

8. সম্প্রতি অনুষ্ঠিত 75তম এমি অ্যাওয়ার্ডে কে ‘সেরা নাটক সিরিজ’ খেতাব জিতেছেন?

উওর:- “Succession”

9. সম্প্রতি ভারত এবং কোন দেশের নৌবাহিনীর মধ্যে ‘আয়ুথায়া’ (Ayutthaya) নামক সামুদ্রিক মহড়া সম্পূর্ণ হলো?

উওর:- থাইল্যান্ড

10. সম্প্রতি কে সুরক্ষিত সেনা মোবাইল ইকোসিস্টেম ‘সম্ভব’ লঞ্চ করেছে?

উওর:- ভারতীয় সেনাবাহিনী (Indian Army).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।