Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 23rd January 2023 Current Affairs in Bengali | 23rd জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 23rd January 2023 Current Affairs in Bengali | 23rd জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
23rd January 2023 Current Affairs in Bengali | 23rd জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- এবছর 23শে জানুয়ারী নেতাজি সুভাষচন্দ্র বসুর কত তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে?
উত্তর:- ১২৬ তম জন্ম জয়ন্তী
- সম্প্রতি ভারতীয় বায়ুসেনা কোন দুটি শহরের মধ্যে “কার্গিল কুরিয়ার সার্ভিস” চালু করেছে?
উত্তর:- কার্গিল এবং জম্মু
- সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন সরকারি সংস্থা হস্তশিল্পীদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য স্কচ গোল্ড পুরস্কার জিতেছে?
উত্তর:- মঞ্জুষা
- সম্প্রতি, প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের ধনী অভিনেতার তালিকায় শাহরুখ খান কততম স্থান অধিকার করেছেন?
উত্তর:- চতুর্থ
- সম্প্রতি কোন ভারতীয় বিশ্বের সবচেয়ে ছোট কাঠের চামচ তৈরি করে গিনেস রেকর্ড গড়লেন?
উত্তর:- নবরতন প্রজাপতি
- সম্প্রতি কোন ভারতীয় তথ্যচিত্রটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডকুমেন্টারি প্যানরামা বিভাগে স্থান পেয়েছে?
উত্তর:- এন্ড টুওয়ার্ডস হ্যাপি এলিস
- সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর সম্প্রদায়ের মেধাবী পড়ুয়াদের জন্য কোন প্রকল্প ঘোষণা করেছে?
উত্তর:- মেধাশ্রী
- সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স 2023 -এ ভারতের স্থান কত?
উত্তর:- চতুর্থ
- সম্প্রতি, কাকে “Federal Bank Literary Award 2022” পুরষ্কার দ্বারা সম্মানিত করা হলো?
উত্তর:- কে. ভেনু
- সম্প্রতি, কোন রাজ্য দেশের প্রথম “Blindness Control Policy” চালু করেছে?
উত্তর:- রাজস্থান
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।