23rd February 2023 Current Affairs in Bengali | 23rd ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 23rd February 2023 Current Affairs in Bengali | 23rd ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 23rd February 2023 Current Affairs in Bengali | 23rd ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

23rd February 2023 Current Affairs in Bengali | 23rd ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. গুলব চাঁদ কাতারিয়া সম্প্রতি কোন রাজ্যের 31 তম রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করলেন?

উত্তর:- আসাম

  1. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি জলবায়ু-সংরক্ষিত অঞ্চল বলে মনে করা হচ্ছে?

উত্তর:- বিহার

  1. সম্প্রতি অনুষ্ঠিত “ISSF World Cup 2023” -এ মহিলা বিভাগে 10 মি এয়ার রাইফেলের কোন খেলোয়াড় ব্রোঞ্জ পদক জিতেছে?

উত্তর:- তিলটোম সেন (Tilottama Sen).

  1. ভারতীয় রেলওয়ে সম্প্রতি কোন রাজ্যে সমস্ত ব্রডগেজ রুটের বিদ্যুতায়ন ব্যবস্থা সম্পন্ন করলো?

উত্তর:- উত্তর প্রদেশ

  1. “Women’s Premier League 2023” টাইটেল স্পনসর হিসেবে BCCI কর্তৃক কাকে নির্বাচিত করা হয়েছে?

উত্তর:- টাটা গ্রুপ

  1. প্রথম “G20 Culture Working Group” -এর সভা ভারতের কোন শহর হোস্ট করতে চলছে?

উত্তর:- খাজুরহো

  1. সম্প্রতি ভারত কোন দেশের সাথে এয়ার সার্ভিসেস চুক্তি অনুমোদন করেছে?

উত্তর:- গিয়ানা (Guyana).

  1. সম্প্রতি “ভারতীয় টেলিফোন ইন্ডাস্ট্রিজ লিমিটেড” -এর চেয়ারম্যান ও MD হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- রাজেশ রায়

  1. APJ আব্দুল কালাম স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল মিশন 2023 সভারতের কোন রাজ্য থেকে চালু হয়েছে?

উত্তর:- তামিলনাড়ু

  1. সম্প্রতি কোথায় বিশ্বের সর্বোচ্চ আবহাওয়া স্টেশন পুনর্নির্মাণ হতে চলেছে?

উত্তর:- মাউন্ট এভারেস্ট।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।