22nd September 2023 Current Affairs in Bengali Quiz | 22nd সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 22nd September 2023 Current Affairs in Bengali Quiz | 22nd সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 22nd September 2023 Current Affairs in Bengali Quiz | 22nd সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

22nd September 2023 Current Affairs in Bengali Quiz | 22nd সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. ভারত সরকার সম্প্রতি কোন দেশের নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করেছে?

উত্তর:- কানাডা

2. Enforcement Directorate (ED)-এর ডিরেক্টর পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- রাহুল নবীন

3. Alkem Laboratories -এর CEO পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- বিকাশ গুপ্ত

4. মদন লাল রাইগর সম্প্রতি কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- কঙ্গো

5. সরকারি ভাবে নথিভুক্ত করা জন্ম ও মৃত্যু কোন তারিখ থেকে কেন্দ্রের পোর্টালে ডিজিটালভাবে নিবন্ধিত হবে?

উত্তর:- 1 অক্টোবর, 2023

6. সম্প্রতি কোন সরকার বিনিয়োগ আকৃষ্ট করতে এবং রাজ্যের স্টেইনলেস-স্টীল উৎপাদন বৃদ্ধির জন্য একটি ভর্তুকি প্রকল্প চালু করেছে?

উত্তর:- ওড়িশা

7. ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ঘরোয়া এবং আন্তর্জাতিক মরসুমের অফিসিয়াল অংশীদার হিসাবে বেছে নিয়েছে?

উত্তর:- SBI Life

8. সম্প্রতি অনুষ্ঠিত “Miss Universe Pakistan 2023” শিরোপা জিতলেন কে?

উত্তর:- ইরিকা রবিন

9. সম্প্রতি কে “ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের” ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- তাজিন্দর গুপ্ত (Tajinder Gupta).

10. সম্প্রতি কয়টি বিভাগে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার ঘোষণা করা হয়েছে?

উত্তর:- 4 টি।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।