Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 22nd September 2022 Current Affairs in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 22nd September 2022 Current Affairs in Bengali | 22nd সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
22nd September 2022 Current Affairs in Bengali | 22nd সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি শ্রীনগরে কাশ্মীরের প্রথম মাল্টিপ্লেক্স কে উদ্বোধন করলেন ?
উত্তর:- লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (Lt. Governor Manoj Sinha)
- কোন ভারতীয় চলচ্চিত্র অস্কার 2023 -এর জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে মনোনীত হল?
উত্তর:- ছেলো শো (Chhello Show)
- মহারাষ্ট্রের দৌলতাবাদের নতুন নামকরণ কী হতে চলেছে ?
উত্তর:- দেবগিরি দুর্গ (Devgiri Fort).
- সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হল?
উত্তর:- বিচারপতি টি রাজা (T Raja).
- “বিশ্ব আলঝেইমার দিবস” (World Alzheimer’s Day) কবে পালিত হয়ে থাকে ?
উত্তর:- ২১শে সেপ্টেম্বর
- “বিশ্ব কৃতজ্ঞতা দিবস” (World Gratitude Day) কবে পালন করা হয়ে থাকে ?
উত্তর:- ২১শে সেপ্টেম্বর
- ভারতের প্রথম লিথিয়াম-আয়ন সেল কারখানা সম্প্রতি কোথায় উদ্বোধন করা হল?
উত্তর:- তিরুপতি, অন্ধ্রপ্রদেশ
- USAID এবং UNICEF সম্প্রতি কোন পোগ্রাম লঞ্চ করলো ?
উত্তর:- দরজা সে নমস্তে (Door se Namaste).
- সম্প্রতি মণিপুরের মুখ্যমন্ত্রী কোন ওয়েব পোর্টাল লঞ্চ করলেন ?
উত্তর:- সিএম দা হাইসি (CM Da Haisi)
- রেড পান্ডা ট্রান্সবাউন্ডারি সংরক্ষণের জন্য সম্প্রতি কোন সংস্থাগুলি চুক্তি স্বাক্ষর করলো ?
উত্তর:- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফাউন্ডেশন এবং ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার – ইন্ডিয়া
- সম্প্রতি এশিয়া প্যাসিফিক ফোরামের গভর্নেন্স কমিটির সদস্য হিসেবে কে নিয়োজিত হলেন ?
উত্তর:- বিচারপতি অরুণ কুমার মিশ্র (Arun Kumar Mishra).
- ফিনটেক উদ্ভাবনের জন্য সম্প্রতি ভারতের IFSCA কোন ব্যাঙ্কের সাথে চুক্তি স্বাক্ষর হল ?
উত্তর:- সিঙ্গাপুর কেন্দ্রীয় ব্যাংক (Singapore Central Bank)
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।