22nd October 2023 Current Affairs in Bengali Quiz | 22nd অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 22nd October 2023 Current Affairs in Bengali Quiz | 22nd অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 22nd October 2023 Current Affairs in Bengali Quiz | 22nd অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

22nd October 2023 Current Affairs in Bengali Quiz | 22nd অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন রাজ্য সরকার উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদান করতে চলছে?

উত্তর:- উত্তরপ্রদেশ।

2. সম্প্রতি কোন দেশে বি.আর. আম্বেদকরের সবচেয়ে উঁচু মূর্তি উন্মোচন করা হলো?

উত্তর:- ওয়াশিংটন

3. অপারেশন সাইকেল-II কোন কেন্দ্রীয় সংস্থা দ্বারা পরিচালিত হয়?

উত্তর:- CBI.

4. কে সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনায় গোল্ডেন পিকক পুরস্কারে (Golden Peacock Award) ভূষিত হয়েছেন?

উত্তর:- REC লিমিটেড

5. ভারতের প্রথম আঞ্চলিক দ্রুত রেলের নাম কী?

উত্তর:- নমো ভারত (Namo India).

6. আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 26,000 রান করা ব্যাটসম্যান কে হলেন?

উত্তর:- বিরাট কোহলি

7. সম্প্রতি কোন দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর?

উত্তর:- ভিয়েতনাম

8. সম্প্রতি কোন রাজ্যের নায়ানপিন্ড সারদারান গ্রাম “Best Tourism Village Award 2023” পেল?

উত্তর:- পাঞ্জাব

9. সম্প্রতি প্রকাশিত ‘Maadi’ শিরোনামে একটি গরবা গান লিখলেন কে?

উত্তর:- নরেন্দ্র মোদী

10. সম্প্রতি কোন রাজ্য সরকার স্বতন্ত্র ST Commission প্রতিষ্ঠা করতে চলছে?

উত্তর:- মহারাষ্ট্র।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।