22nd October 2022 Current Affairs in Bengali | 22nd অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 22nd October 2022 Current Affairs in Bengali | 22nd অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 22nd October 2022 Current Affairs in Bengali | 22nd অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal

22nd October 2022 Current Affairs in Bengali | 22nd অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “ভারতীয় পুলিশ স্মৃতি দিবস” (Indian Police Commemoration Day) কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- 21st অক্টোবর

  1. “International Stuttering Awareness Day” কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 22nd অক্টোবর

  1. প্রাক্তন সেনাদের কল্যাণের জন্য দিল্লি এলজি (Delhi LG) সম্প্রতি কোন বোর্ড স্থাপন করলো?

উত্তর:- জেলা সৈনিক বোর্ড (Zila Sainik Board).

  1. কোন কোম্পানি ভারতীয় নৌবাহিনীর জন্য লি-আয়ন ব্যাটারি সিস্টেম (Li-ion battery system) তৈরি করতে চলছে ?

উত্তর:- ভারত ফোর্জ এবং জেনারেল অ্যাটমিক্স (Bharat Forge and General Atomics).

  1. কোন ফুটবলার ব্যালন ডি’অর পুরস্কার 2022 জিতলেন?

উত্তর: ফরাসি ফুটবলার করিম বেনজেমা (Karim Benzema).

  1. মহিলা বিভাগে কে ব্যালন ডি’অর পুরস্কার 2022 জিতলেন?

উত্তর:- অ্যালেক্সিয়া পুটেলাস (Alexia Putellas).

  1. Really India Post Payments Bank আর্থিক পণ্য এবং পরিষেবাগুলিতে উদ্ভাবনের জন্য সম্প্রতি কোন ব্যাঙ্ক -এর সাথে চুক্তি স্বাক্ষর করলো?

উত্তর:- রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাব

  1. কোন সিনিয়র ভারতীয় সিভিল অ্যাকাউন্টস সার্ভিস অফিসার সম্প্রতি কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন?

উত্তর:- ভারতী দাস (Bharti Das).

  1. সম্প্রতি কে তার দ্বিতীয় উপন্যাস ‘দ্য সেভেন মুন অফ মালি আলমেইডা’ -এর জন্য 2022 সালের বুকার পুরস্কার জিতলেন?

উত্তর:- শেহান করুণাতিলাকা (Shehan Karunatilak).

  1. কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য “জীবনযাত্রার সুবিধা” নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি কে একটি ইউনিফাইড পোর্টাল লঞ্চ করলেন ?

উত্তর:- কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh).

  1. 2022 সালের জন্য “স্যার সৈয়দ এক্সিলেন্স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে” কে সম্মানিত হলেন?

উত্তর:- বারবারা মেটকাফ (Barbara Metcalf).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।