Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 22nd November 2022 Current Affairs in Bengali | 22nd নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 22nd November 2022 Current Affairs in Bengali | 22nd নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
22nd November 2022 Current Affairs in Bengali | 22nd নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- কোন রাজ্য সরকার ‘Amar Sarkar’ নামে একটি নতুন পোর্টাল লঞ্চ করলো?
উত্তর:- ত্রিপুরা
- ‘নেটওয়ার্ক রেডিনেস ইনডেক্স 2022 রিপোর্ট’ অনুযায়ী ভারতের স্থান কত?
উত্তর:- 61 তম
- সম্প্রতি কোন দেশ ‘Hwasong-17’ বা মনস্টার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো?
উত্তর:- উত্তর কোরিয়া
- কোন প্রতিষ্ঠান ‘Handbook of Statistics on Indian States 2021-22’ প্রকাশ করলো?
উত্তর:- RBI
- International Tourism Mart 2022 কোথায় অনুষ্ঠিত হলো?
উত্তর:- মিজোরাম
- ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন কোম্পানির সাথে তার সৌর প্রকল্প ‘ইউনিয়ন সোলার’-এর জন্য চুক্তি স্বাক্ষর করলো?
উত্তর:- টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড
- সম্প্রতি কোন রাজ্যে সরকার স্বাধীনতা সংগ্রামীদের পেনশন ডবল করলো?
উত্তর:- মহারাষ্ট্র সরকার।
- সম্প্রতি প্রকাশিত ‘Nalanada – Until we meet again’ শিরোনামে বই কে লিখেছেন?
উত্তর:- রাস্কিন বন্ড
- ভারতে প্রথম Elephant Death Audit Framework আনলো কোন রাজ্য সরকার?
উত্তর:- তামিলনাড়ু
- ISRO কবে শ্রীহরিকোটা মহাকাশবন্দর থেকে PSLV 54 উৎক্ষেপণ করতে চলেছে?
উত্তর:- 26 নভেম্বর
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।