Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 22nd May 2023 PSC Exam Current Affairs Quiz | 22nd মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 22nd May 2023 PSC Exam Current Affairs Quiz | 22nd মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
22nd May 2023 PSC Exam Current Affairs Quiz | 22nd মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. “World Goth Day” কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 22nd মে
2. সম্প্রতি কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন কে?
উত্তর:- কিরেন রিজিজু।
3. সম্প্রতি কোন গাছটিকে বিশ্বের প্রাচীনতম গাছ হিসেবে চিহ্নিত করা হলো?
উত্তর:- প্রায় 5000 বছর বয়সী চিলির “গ্রেট গ্র্যান্ডফাদার” গাছটিকে।
4. সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন?
উত্তর:-সিদ্দারামাইয়া।
5. সম্প্রতি ঘোষিত 2022-2023 বর্ষে “La Liga title” জিতেছে কোন বিখ্যাত ফুটবল ক্লাব?
উত্তর:- বার্সেলোনা
6. সম্প্রতি কে ফ্রান্সের সর্বোচ্চ অ-সামরিক পুরস্কারে ভূষিত হলেন?
উত্তর:- টাটা সায়েন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন।
7. সম্প্রতি কোন দেশ ‘NVS-01 নেভিগেশন স্যাটেলাইট’ উৎক্ষেপণ করতে করতে চলছে?
উত্তর:- ভারত
8. বিশ্বব্যাপী 46টি শহরের মধ্যে বার্ষিক হাউজিং মূল্য বৃদ্ধিতে ভারতের কোন শহর ষষ্ঠ স্থান অধিকার করেছে?
উত্তর:-মুম্বাই
9. সম্প্রতি Twitter -এর নতুন CEO পদে কে নিযুক্ত হলেন?
উত্তর:- লিন্ডা ইয়াক্কারিনো (Linda Yaccarino)
10. ‘সমুদ্র শক্তি-2023’ ভারত এবং কোন দেশের মধ্যে পরিচালিত একটি দ্বিপাক্ষিক মহড়া?
উত্তর:- ইন্দোনেশিয়া।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।