22nd June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 22nd জুন 2023 বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 22nd June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 22nd জুন 2023 বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 22nd June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 22nd জুন 2023 বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

22nd June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 22nd জুন 2023 বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কে RBI-এর ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- স্বামীনাথন জানকিরামন (Swaminathan Janakiraman).

2. ইন্ডিগো এয়ারলাইন কার সাথে 500 A320 বিমান কেনার চুক্তি করেছে?

উত্তর:- এয়ারবাস (Airbus)

3. 2021 সালের গান্ধী শান্তি পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে?

উত্তর:- গীতা প্রেস (Gita Press).

4. ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডে মিডিয়া বিভাগে কোন মিডিয়া সংস্থা স্বীকৃতি পেয়েছে?

উত্তর:- আকাশবাণী, গুয়াহাটি (Akashvani, Guwahati).

5. কোন দেশ 2023 সালের স্কোয়াশ বিশ্বকাপের শিরোপা জিতেছে?

উত্তর:- মিশর (Egypt).

6. ভারত কোন দলকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ শিরোপা জিতেছে?

উত্তর:- লেবানন

7. কোন ভারতীয় খেলোয়াড় শট-পুটে জাতীয় এবং এশিয়ান রেকর্ড ভেঙেছেন?

উত্তর:- তাজিন্দরপাল সিং তূর (Tajinderpal Singh Too)

8. কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘দুগ্ধ সংকলন সাথী মোবাইল অ্যাপ’ লঞ্চ করেছে?

উত্তর:- ভারী শিল্প মন্ত্রণালয় (Ministry of Heavy Industries).

9. NTPC বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেড কোন শহরে “1 মেগাওয়াট রুফটপ সোলার পাওয়ার প্রজেক্ট’ চালু করেছে?

উত্তর:- যোধপুর

10. সম্প্রতি কোন লেখক মর্যাদাপূর্ণ ‘জার্মান শান্তি পুরস্কার’ দ্বারা সম্মানিত হলেন?

উত্তর:- সালমান রুশদি (Salman Rushdie)

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।