22nd July 2023 Current Affairs in Bengali Quiz | 22nd জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 22nd July 2023 Current Affairs in Bengali Quiz | 22nd জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 22nd July 2023 Current Affairs in Bengali Quiz | 22nd জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

22nd July 2023 Current Affairs in Bengali Quiz | 22nd জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. কোন রাজ্য দেশের প্রথম ‘স্যাটেলাইট নেটওয়ার্ক ওয়েবসাইট’ চালু করেছে?

উত্তর:- গুজরাট

2. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বিনামূল্যে আবাসনের সুবিধা প্রদানের জন্য “গ্রামীণ আবাস ন্যায় যোজনা” প্রকল্প চালু করেছেন?

উত্তর:- ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

3. 2023 সালের ICC বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নির্বাচিত হয়েছেন? (ICC World Cup’s brand ambassador for 2023)

উত্তর:- শাহরুখ খান

4. জীবন বীমা কোম্পানির (LIC) নতুন managing director (MD) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- Sat Bhanoo.

5. কোন কেন্দ্রীয় মন্ত্রক CRCS সাহারা পোর্টাল চালু করেছে?

উত্তর:- Union Cooperation Ministry.

6. কোন দেশ গ্লোবাল ফুড রেগুলেটরস সামিট 2023 আয়োজন করছে?

উত্তর:- ভারত

7. সম্প্রতি কোন শহরে ভারতের নেতৃত্বাধীন ASEAN কনফারেন্স অন ট্র্যাডিশনাল মেডিসিন অনুষ্ঠিত হয়েছে?

উত্তর:- নয়াদিল্লি

8. ইনভেস্ট ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- নিবৃত্তি রায়

9. ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (UPU) আঞ্চলিক অফিস কোন শহরে খোলা হয়েছে?

উত্তর:- নয়াদিল্লি

10. OPPO ইন্ডিয়া সম্প্রতি কোন রাজ্যে প্রথম PPP-মডেল অটল টিঙ্কারিং ল্যাব স্থাপন করেছে?

উত্তর:- কেরালা রাজ্যে।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।