22nd February 2023 Current Affairs in Bengali | 21st ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 22nd February 2023 Current Affairs in Bengali | 21st ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 22nd February 2023 Current Affairs in Bengali | 21st ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

22nd February 2023 Current Affairs in Bengali | 21st ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. গ্লোবাল টেক সামিট (GTS) 2023-এর আয়োজক শহরর কোনটি?

উত্তর:- বিশাখাপত্তনম

  1. দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2023 -এ কোন ফিল্মটি ‘ফিল্ম অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে?

উত্তর:- RRR

  1. 2023-2024 ভারতের মূলধন বাজেটের কত শতাংশ দেশীয় শিল্পের জন্য বরাদ্দ করা হয়েছে?

উত্তর:- 75 শতাংশ

  1. বেদান্ত-ফক্সকন জেভি দ্বারা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর সুবিধা কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে?

উত্তর:- গুজরাট

  1. কোন দেশ ISSF বিশ্বকাপে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম সোনা জিতেছে?

উত্তর:- ভারত

  1. সম্প্রতি দাবাতে ভারতের 80তম গ্র্যান্ডমাস্টার কে জিতলেন?

উত্তর:- ভিগনেশ এনআর

  1. কোন প্রাক্তন IAS অফিসারকে NITI Aayog -এর নতুন CEO হিসেবে নিযুক্ত হলেন?

উত্তর:- বিভিআর সুব্রামণ্যম

  1. ন্যাশনাল জিওগ্রাফিকের ‘বছরের সেরস ছবি’ -র পুরষ্কর জিতলো কে?

উত্তর:- কার্তিক সুব্রামানিয়াম

  1. কোন রাজ্য সরকার প্রথম রাজ্য-স্তরের ‘চিংড়ি মেলা’ – র আয়োজন করেছে?

উত্তর:- পাঞ্জাব

  1. সম্প্রতি কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত দ্বিতীয় রঞ্জি ট্রফি 2022-23 শিরোপা জিতলো কোন দল?

উত্তর:- সৌরাষ্ট্র।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।