Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 22nd August 2022 Current Affairs in Bengali | 22nd আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 22nd August 2022 Current Affairs in Bengali | 22nd আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।

22nd August 2022 Current Affairs in Bengali | 22nd আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. কোন রাজ্য হাইড্রোজেন স্টার্টআপ ভারতীয় সরকারের আর্থিক সাহায্য 3.29 কোটি টাকা পায়?
উত্তর:- মহারাষ্ট্র
2. GoI ‘জেলা সুশাসন পোর্টাল’ বিকাশ করতে কোন রাজ্যের সাথে সহযোগিতা করবে?
উত্তর:- অরুণাচল প্রদেশ
3. 2022 সালের প্রথমার্ধে ভারত __ গিগাওয়াট সৌরশক্তির রেকর্ড যোগ করেছে।
উত্তর:- 7.2
4. কোন ব্যাঙ্ক প্রোটিনাম ফাইন্যান্স এবং ইনক্রেড আর্থিক পরিষেবাগুলির সাথে একটি সহ-ঋণ অংশীদারিত্ব গঠন করে?
উত্তর:- সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
5. পিচ ব্ল্যাক 2022 অনুশীলনে অংশগ্রহণের জন্য __ অস্ট্রেলিয়া সফর করে।
উত্তর:- ভারতীয় বিমান বাহিনী
6. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন রাজ্যে জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলন 2022 উদ্বোধন করেছেন?
উত্তর:- নয়াদিল্লি
7. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তরঃ- রাজেশ ভার্মা
8. আগামী 25 বছরের জন্য ‘পঞ্চ প্রাণ’ (Panch Pran) লক্ষ্য কে ঘোষণা করেছেন?
উত্তর:- নরেন্দ্র মোদি
9. NFDB-এর 9তম গভর্নিং বডির সভায় সভাপতিত্ব করেন কে?
উত্তরঃ- পরশোত্তম রুপালা
10. মানবাধিকার রক্ষার জন্য ভারতের স্বেচ্ছাসেবী ট্রাস্ট তহবিল __ কোটি টাকার বেশি।
উত্তর:- ৩ কোটি টাকা
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।