21st November 2023 Current Affairs in Bengali Quiz | 21st নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 21st November 2023 Current Affairs in Bengali Quiz | 21st নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 21st November 2023 Current Affairs in Bengali Quiz | 21st নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

21st November 2023 Current Affairs in Bengali Quiz | 21st নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “বিশ্ব টেলিভিশন দিবস” (World Television Day) দিবস কোন দিন পালন করা হয়ে থাকে?

উত্তর:- 21st নভেম্বর

2. ভারতের কোন রাজ্যে 54তম ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’ আয়োজিত হচ্ছে?

উত্তর:- গোয়া

3. কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের নতুন CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- অশোক ভাসওয়ানি (Ashok Vaswani)

4. সম্প্রতি প্রয়াত হলেন ব্রিজিন্দর নাথ গোস্বামী তিনি একজন কে ছিলেন?

উত্তর:- ঐতিহাসিক (Historian)

5. 72তম মিস ইউনিভার্স হয়েছেন শেনিস প্যালাসিওস তিনি কোন দেশের?

উত্তর:- নিকারাগুয়া (Nicaragua)

6. কোন দল আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ 2023 এর শিরোপা জিতেছে?

উত্তর:- অস্ট্রেলিয়া

7. 2023 ICC পুরুষ ক্রিকেট বিশ্বকাপ -এ কোন খেলোয়াড় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট খেতাব জিতেছেন?

উত্তর:- বিরাট কোহলি

8. 2023 সালের হিসাবে, বিশ্বের বৃহত্তম দূষণকারী দেশ কোনটি?

উত্তর:- চীন

9. ব্যায়াম মিত্র শক্তি-2023 ভারত এবং কোন দেশের মধ্যে আয়োজিত হলো?

উত্তর:- শ্রীলঙ্কা

10. ভারতের কোন দুটি শহর ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্কে যোগদান করেছে?

উত্তর:- কোঝিকোড় এবং গোয়ালিয়র।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।