21st November 2022 Current Affairs in Bengali | 21st নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 21st November 2022 Current Affairs in Bengali | 21st নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 21st November 2022 Current Affairs in Bengali | 21st নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal

21st November 2022 Current Affairs in Bengali | 21st নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “বিশ্ব টেলিভিশন দিবস” (World Television Day) কবে পালন করা হয়?

উত্তর:- ২১শে নভেম্বর

  1. “আন্তর্জাতিক গীতা মহোৎসব” কোথায় আয়োজিত হচ্ছে?

উত্তর:- কুরুক্ষেত্র, হরিয়ানা

  1. অরুণাচল প্রদেশের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরটির নাম কী?

উত্তর:- ডনি পোলো বিমানবন্দর (Donyi Polo Airport).

  1. ভারতের প্রথম অ্যাস্ট্রো পার্ক কাম সায়েন্স সিটি কোথায় গড়ে উঠতে চলেছে?

উত্তর:- হালদওয়ানি

  1. মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হওয়া দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত মাইক্রোব্লগিং হোমগ্রাউন অ্যাপ কোনটি?

উত্তর:- কুও (Koo).

  1. 65তম বার্ষিক গ্র্যামি পুরস্কার কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?

উত্তর:- লস এঞ্জেলেস

  1. 10 মিটার পুরুষদের এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে কে স্বর্ণপদক জিতলো?

উত্তর:- শিব নারওয়াল (Shiva Narwal)

  1. আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি কোন দুটি দেশকে ব্যান্ড করেছে?

উত্তর:- রাশিয়া ও বেলারুশ

  1. ভারতের প্রথম ব্যক্তিগত রকেট (private rocket) কীসের দ্বারা ডিজাইন করা হয়েছে?

উত্তর:- স্কাইরুট এরোস্পেস (Skyroot Aerospace).

  1. বান্দারু উইলসনবাবু কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হলেন?

উত্তর:- কোমোরোস (Comoros).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।