21st June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 21st জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 21st June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 21st জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 21st June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 21st জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

21st June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 21st জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “আন্তর্জাতিক যোগ দিবস” (International Yoga Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 21st জুন

2. “বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস” (World Hydrography Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 21st জুন

3. ভারত সম্প্রতি কোন দেশকে দেশীয় তৈরি মিসাইল কর্ভেট ‘INS Kirpan’ উপহার দিয়েছে?

উত্তর:- ভিয়েতনাম

4. লেবাননের বিরুদ্ধে ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালে কোন ভারতীয় খেলোয়াড় প্রথম গোল করেছিলেন?

উত্তর:- সুনীল ছেত্রী

5. ভারত কতবার ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে?

উত্তর:- দুইবার

6. সম্প্রতি অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জয়ী প্রথম ভারতীয় তলোয়ারধারী কে?

উত্তর:- ভবানী দেবী

7. “জাতীয় জল পুরস্কার 2022” -এ সেরা রাজ্য বিভাগে কোন রাজ্য প্রথম পুরস্কার জিতেছে?

উত্তর:- মধ্যপ্রদেশ

8. ভারতের জাতীয় গেমসের 37তম আসর কোন রাজ্যে আয়োজিত হবে?

উত্তর:- গোয়া

9. কোন জুটি ইন্দোনেশিয়া ব্যাডমিন্টন ওপেনের ডাবলস শিরোপা জিতেছে?

উত্তর:- সাত্ত্বিক ও চিরাগ

10. রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) -এর নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- রবি সিনহা (Ravi Sinha).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।