21st January 2024 Current Affairs in Bengali Quiz | 21st জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 21st January 2024 Current Affairs in Bengali Quiz | 21st জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 21st January 2024 Current Affairs in Bengali Quiz | 21st জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

21st January 2024 Current Affairs in Bengali Quiz | 21st জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি প্রকাশিত “MSCI Emerging Markets Index” -এ ভারতের স্থান কত?

উওর:- দ্বিতীয়

2. সম্প্রতি কোন রাজ্যে ডঃ বি আর আম্বেদকরের 125 ফুট উঁচু ব্রোঞ্জ মূর্তি উদ্বোধন করা হলো?

উওর:- অন্ধ্র প্রদেশ

3. ইমোবিলিটি সিমুলেশন ল্যাব চালু করার জন্য IIT মাদ্রাজ সম্প্রতি কার সাথে চুক্তি স্বাক্ষর করেছে?

উওর:- আলটেয়ার (Altair).

4. কেরালায় কৃত্রিম রিফ ইউনিট স্থাপনের জন্য সম্প্রতি কেন্দ্রীয় সরকার কত কোটি টাকা বরাদ্দ করেছে?

উওর:- 302 কোটি টাকা।

5. সম্প্রতি কোন রাজ্য সরকার “মহাতারি বন্দনা যোজনা” চালু করেছে? (Mahatari Vandana Yojana)

উওর:- ছত্তিশগড় (Chhattisgarh).

6. সম্প্রতি মহারাষ্ট্রের কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 8টি আমরুত প্রকল্প (AMRUT projects) চালু করেছেন?

উওর:- সোলাপুর (Solapur).

7. সম্প্রতি কেন্দ্রীয় সরকারের 16 তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে?

উওর:- ডঃ অরবিন্দ পানাগড়িয়া (Dr. Arvind Panagariya)

8. ফোর্বসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি?

উওর:- ‘কুয়েতি দিনার’ (‘Kuwaiti Dinar’)

9. সম্প্রতি, বেকার স্নাতক এবং ডিপ্লোমা ধারকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কর্ণাটক সরকার কোন প্রকল্প চালু করেছে?

উওর:- যুব নিধি প্রকল্প (Yuva Nidhi scheme).

10. দ্বিপাক্ষিক সিরিজের জন্য ICC কর্তৃক প্রথম মহিলা নিরপেক্ষ আম্পায়ার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উওর:- সু রেডফার্ন (Sue Redfern).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।