21st January 2023 Current Affairs in Bengali | 21st জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 21st January 2023 Current Affairs in Bengali | 21st জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 21st January 2023 Current Affairs in Bengali | 21st জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

21st January 2023 Current Affairs in Bengali | 21st জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সম্প্রতি ওয়ার্ল্ড স্পাইস কংগ্রেসের 14তম আসর কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?

উত্তর:- মুম্বাই

  1. সম্প্রতি প্রকাশিত ‘যদুনামা’ (Jadunama) বইটি কে লিখলেন?

উত্তর:- জাভেদ আখতার

  1. সম্প্রতি ‘প্রিন্স হ্যারি’ কোন শিরোনামে তার স্মৃতিকথা প্রকাশ করলেন?

উত্তর:- Spare

  1. সম্প্রতি কোন দেশের অধিনায়ক ‘হুগো লরিস’ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন?

উত্তর:- ফ্রান্স

  1. সম্প্রতি কোন সংস্থা বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হিসাবে স্থান পেয়েছে?

উত্তর:- আমাজন (Amazon).

  1. বিশ্বব্যাংক সম্প্রতি কোন দেশের অর্থনীতিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্বল অর্থনীতি হিসাবে রিপোর্ট দিয়েছে?

উত্তর:- পাকিস্তান

  1. সম্প্রতি কোন প্রতিষ্ঠান ‘সারভাইভাল অফ দ্য রিচেস্ট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে?

উত্তর:- অক্সফাম ইন্টারন্যাশনাল (Oxfam International).

  1. সম্প্রতি কোন রাজ্য পুলিশ ‘সাইবার কংগ্রেস উদ্যোগ’ চালু করেছে?

উত্তর:- তেলেঙ্গানা

  1. মানবতার সেবার জন্য বাহরাইনের ISA পুরস্কার কে জিতেছেন?

উত্তর:- ড. সান্দুক রুইত (Dr. Sanduk Ruit)

  1. জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের (National Health Authority) ডিরেক্টর পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- প্রবীণ শর্মা

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।