21st August 2023 Current Affairs in Bengali Quiz | 21st আগষ্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 21st August 2023 Current Affairs in Bengali Quiz | 21st আগষ্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 21st August 2023 Current Affairs in Bengali Quiz | 21st আগষ্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

21st August 2023 Current Affairs in Bengali Quiz | 21st আগষ্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “বিশ্ব প্রবীণ নাগরিক দিবস” (World Senior Citizen’s Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 21st আগষ্ট

2. নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম ও লাইব্রেরির নাম কি পরিবর্তন করা হয়েছে?

উত্তর:- পিএম মিউজিয়াম এবং লাইব্রেরি

3. 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি কয়টি বীরত্বের পুরস্কার অনুমোদন করেছেন?

উত্তর:- 76

4. U20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে কে দ্বিতীয় ভারতীয় কুস্তিগীরের শিরোপা  জিতলেন?

উত্তর:- প্রিয়া মালিক

5. সম্প্রতি ইংল্যান্ডের কোন খেলোয়াড় সকল প্রকার ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন?

উত্তর:- স্টিভেন ফিন

6. সম্প্রতি, ভারতের কোন প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা একটি নতুন তারা আবিষ্কার করেছেন?

উত্তর:- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্যারাফিজিক্স

7. G20 ফিল্ম ফেস্টিভ্যাল কোন শহরে আয়োজিত হচ্ছে?

উত্তর:- নয়াদিল্লি

8. শূন্য বর্জ্য ক্যাম্পাস চালু করেছে কোন প্রতিষ্ঠান?

উত্তর:- নয়ডা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ (IMS)

9. নেপালের কেন্দ্রীয় বিষয়ক মন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- অনিতা দেবী শাহ

10. তামিলনাড়ুর সেরা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন হিসেবে কোনটিকে নির্বাচিত করা হয়েছে?

উত্তর:- ত্রিচি কর্পোরেশন

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।