Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 20th November 2022 Current Affairs in Bengali | 20th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 20th November 2022 Current Affairs in Bengali | 20th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
20th November 2022 Current Affairs in Bengali | 20th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি কে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাথলিটস কমিশনের চেয়ারপারসন হিসাবে নির্বাচিত হলেন?
উত্তর:- মেরি কম (Mary Kom)
- কোন ব্যাংকের সাথে SBI সৌর প্রকল্পগুলির জন্য চুক্তি স্বাক্ষর করলো?
উত্তর:- জার্মানির KfW ডেভেলপমেন্ট ব্যাংক।
- কোন দেশ জাপানের পরিবর্তে অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে স্থান পেল?
উত্তর:- ভারত
- কে “PRCI এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2022” জিতলো?
উত্তর:- জাতীয় খনিজ উন্নয়ন কর্পোরেশন
- NPS ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কে নির্বাচিত হলেন?
উত্তর:- সুরজ ভান (Suraj Bhan).
- পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন লিমিটেডের নতুন নাম কি রাখা হলো ?
উত্তর:- গ্রিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া লিমিটেড।
- ডিজিটাল স্পেসে মহিলাদের ক্ষমতায়নের জন্য NCW কোন প্রচারাভিযান শুরু করলো?
উত্তর:- ডিজিটাল শক্তি 4.0 (Digital Shakti 4.0).
- 47 তম আন্তর্জাতিক কনভেনশন অন কোয়ালিটি কন্ট্রোল সার্কেলে (ICQCC-2022)-এ স্বর্ণ পদক জিতলো কোন কোম্পানি?
উত্তর:- NTPC কোম্পানি
- কেমব্রিজ ডিকশেনারীর 2022 সালের ‘ওয়ার্ড অফ দ্য ইয়ার’ হিসাবে কোন শব্দটিকে ঘোষণা করা হলো?
উত্তর:- হোমার শব্দটিকে (homer)
- ONGC কোম্পানির নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর:- অরুণ কুমার সিং
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।