Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 20th May 2023 Latest Current Affairs in Bengali Quiz | 20th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 20th May 2023 Latest Current Affairs in Bengali Quiz | 20th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
20th May 2023 Latest Current Affairs in Bengali Quiz | 20th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. “World Metrology Day” কবে পালিত হয়ে থাকে?
উত্তর:- 20th মে
2. সম্প্রতি “Meri LiFE” নামক অ্যাপ লঞ্চ করলেন কে?
উত্তর:- কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব।
3. সম্প্রতি কোন দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানিয়েছে?
উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র
4. হারিয়ে যাওয়া মোবাইল ফোন ট্র্যাক করতে ও ট্রেস করতে “Sanchar Saathi Portal” লঞ্চ করলেন কে?
উত্তর:- কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিন বৈষ্ণব।
5. সম্প্রতি Paytm- প্রেসিডেন্ট এবং CEO হিসাবে কে নিযুক্ত হলেন?
উত্তর:- ভাভেশ গুপ্ত
6. সম্প্রতি CCI (কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়) -এর চেয়ারপার্সন হিসাবে কে নিযুক্ত হলেন?
উত্তর:- রবনীত কৌর
7. সম্প্রতি ভারতের কোন বিমানবন্দর “World Most Punctual Airport” হিসেবে নির্বাচিত হলো।
উত্তর:- রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, হায়দ্রাবাদ
8. সম্প্রতি কোন এয়ারলাইন কোম্পানি ওড়িশার ভুবনেশ্বর থেকে দুবাই মধ্যে সরাসরি ফ্লাইট পরিষেবা চালু করলো?
উত্তর:- Indigo এয়ারলাইন কোম্পানি।
9. SCO স্টার্টআপ ফোরাম 2023″ কোন শহরে আয়োজিত হলো?
উত্তর:- নয়াদিল্লি
10. কোন দেশ 6 তম ভারত মহাসাগর সম্মেলন (IOC) এর আয়োজন করেছে?
উত্তর:- বাংলাদেশ।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।