20th March 2024 Current Affairs in Bengali Quiz | 20th মার্চ 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 20th March 2024 Current Affairs in Bengali Quiz | 20th মার্চ 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 20th March 2024 Current Affairs in Bengali Quiz | 20th মার্চ 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

20th March 2024 Current Affairs in Bengali Quiz | 20th মার্চ 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “বিশ্ব চড়ুই দিবস” (World Sparrow Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 20th মার্চ

2. সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল নিজ পদ থেকে পদত্যাগ করেছেন? 

উত্তর:- তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজন (Tamilisai Soundararajan)

3. সম্প্রতি কে পিভি নরসিমহা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত হলেন?

উত্তর:- রতন টাটা (Ratan Tata)

4. সম্প্রতি কে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- রাহুল সিং (Rahul Singh)

5. সম্প্রতি প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- নবনীত কুমার সেহগাল (Navneet Kumar Sehgal)

6. কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা সম্প্রতি কোন রাজ্যে ‘সেন্টার ফর প্রিজারভেশন অ্যান্ড প্রমোশন অফ ট্রাইবাল কালচার অ্যান্ড হেরিটেজ’ -এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন?

উত্তর:- ঝাড়খণ্ড

7. সম্প্রতি অনুষ্ঠিত উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরের শিরোপা জিতেছে কোন দল?

উত্তর:- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)

8. সম্প্রতি কোন রাজ্যের ‘মাজুলি মাস্ক’ GI ট্যাগ পেয়েছে?

উত্তর:- আসাম

9. ভারত সম্প্রতি কোন দেশের সাথে ‘Tiger Triumph-24’ অনুশীলনের আয়োজন করছে?

উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র

10. সম্প্রতি কোন রাজ্যের পুলিশ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ত্রিনেত্র’ অ্যাপ 2.0 চালু করেছে?

উত্তর:- উত্তর প্রদেশ।

আরও পড়ুন:-

একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here

একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here

একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here

1000+ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- Click Here

বিভিন্ন ঐতিহাসিক বই ও লেখক PDF- Click Here

ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here

ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here

ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here

ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here

2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here

400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here

পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here

250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।