Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 20th June 2023 Daily Current Affairs in Bengali | 20th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 20th June 2023 Daily Current Affairs in Bengali | 20th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
20th June 2023 Daily Current Affairs in Bengali | 20th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. “বিশ্ব শরণার্থী দিবস” (World Refugee Day) কোন দিন পালন করা হয়ে থাকে?
উত্তর:- 20th জুন
2. সম্প্রতি কোন রাজ্য সরকার CBI তদন্তের জন্য সম্মতি প্রত্যাহার করেছে?
উত্তর:- তামিলনাড়ু
3. সম্প্রতি কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ‘গভর্নর অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন?
উত্তর:- ভারত
4. ভারতের কোন রাজ্য ‘উইমেন 20 সামিট’ (Women 20 Summit) -এর আয়োজক?
উত্তর:- তামিলনাড়ু
5. G20 এডুকেশন ওয়ার্কিং গ্রুপের বৈঠক কোন শহরে অনুষ্ঠিত হবে?
উত্তর:- পুনে
6. ভারতের প্রথম মহিলা কাবাডি লীগ কোন শহরে উদ্বোধন করা হয়?
উত্তর:- দুবাই
7. পৃথিবী মাতার উপাসনা করার জন্য কোন রাজ্য ‘রাজা’ উৎসব উদযাপন করে?
উত্তর:- ওড়িশা
8. ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA) -এর বোর্ড অফ গভর্নরসের চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হলেন?
উত্তর:- পিটার এলবার্স
9. Axis Bank -এর নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- এন এস বিশ্বনাথন (NS Vishwanathan).
10. সম্প্রতি ‘সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ’ কে তৈরি করেছে?
উত্তর:- IUCAA.
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।