20th July 2023 Current Affairs in Bengali Quiz | 20th জুলাই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 20th July 2023 Current Affairs in Bengali Quiz | 20th জুলাই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 20th July 2023 Current Affairs in Bengali Quiz | 20th জুলাই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

20th July 2023 Current Affairs in Bengali Quiz | 20th জুলাই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “আন্তর্জাতিক দাবা দিবস” (International Chess DAY ) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 20th জুলাই

2. সম্প্রতি কোন প্রতিষ্ঠান ‘‘Healthy Recipes for Defence’’ শিরোনামের বইটি প্রকাশ করেছে?

উত্তর:- FSSAI

3. সম্প্রতি প্রকাশিত “হেনলি পাসপোর্ট” সূচকে ভারতের র‌্যাঙ্কিং কী?

উত্তর:- 80th

4. সম্প্রতি কোথায় প্রধানমন্ত্রী মোদী বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টিগ্রেটেড টার্মিনাল উদ্বোধন করেছেন?

উত্তর:- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

5. সম্প্রতি কোন মন্ত্রণালয় “সেন্ট্রাল রেজিস্ট্রার – সাহারা রিফান্ড পোর্টাল” চালু করেছে?

উত্তর:- সমবায় মন্ত্রণালয়

6. কোন দেশ ‘আসিয়ান কান্ট্রিস কনফারেন্স অন ট্র্যাডিশনাল মেডিসিন’ -এর আয়োজক?

উত্তর:- ভারত

7. কোন দেশ ‘অপ সাউদার্ন রেডিনেস 2023’ অনুশীলনের আয়োজন করেছে?

উত্তর:- সেশেলস

8. ‘আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী 2023’ কোন দেশে আয়োজিত হবে?

উত্তর:- দক্ষিণ কোরিয়া

9. 24তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে মহিলা ত্রি-পরিষেবা মোটরসাইকেল র‍্যালিটি কোন শহর থেকে ফ্ল্যাগ অফ করেছে?

উত্তর:- নয়াদিল্লি

10. কোন কোম্পানি বীমার জন্য বিশ্বের প্রথম জেনারেটিভ AI tool চালু করেছে?

উত্তর:- Simplify.

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।