20th January 2023 Current Affairs in Bengali | 20th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 20th January 2023 Current Affairs in Bengali | 20th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 20th January 2023 Current Affairs in Bengali | 20th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

20th January 2023 Current Affairs in Bengali | 20th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা উদ্বোধন করা বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজটির নাম কী?

উত্তর:- এমভি গঙ্গা বিলাস (MV Ganga Vilas).

  1. সম্প্রতি ভারত ও ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত নৌ মহড়ার 21তম সংস্করণের নাম কী?

উত্তর:- বরুণ (Varuna)

  1. ভারতের প্রথম 3x প্ল্যাটফর্ম উইন্ড টারবাইন জেনারেটর (WTG) কোন রাজ্যে ইনস্টল করা হলো?

উত্তর:- কর্ণাটক

  1. সম্প্রতি পদত্যাগ করা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর:- জেসিন্ডা কেট লরেল আরডার্ন (Jacinda Kate Laurell Ardern).

  1. সম্প্রতি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান কে?

উত্তর:- শুভমান গিল (Shubman Gill)

  1. সম্প্রতি কোন কোম্পানি ভারতে Girls4Tech STEM শিক্ষা কার্যক্রমের দ্বিতীয় পর্ব ঘোষণা করেছে?

উত্তর:- মাস্টারকার্ড (Mastercard).

  1. ভারতের চতুর্থ রাজ্য হিসাবে “Old Pension Scheme” পুনরায় চালু করলো কোন রাজ্য?

উত্তর:- হিমাচল প্রদেশ

  1. “2023 World Economic Forum Summit” কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তর:- সুইজারল্যান্ড

  1. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2023 এর থিম কি?

উত্তর:- Cooperation in a Fragmented World (একটি খণ্ডিত বিশ্বে সহযোগিতা)

  1. কোন দেশ তার 75 তম স্বাধীনতা দিবসে জওহরলাল নেহরুর প্রতিকৃতির সাথে স্ট্যাম্প চালু করতে চলছে?

উত্তর:- শ্রীলংকা

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।