Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 20th February 2024 Current Affairs in Bengali Quiz | 20th ফেব্রুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 20th February 2024 Current Affairs in Bengali Quiz | 20th ফেব্রুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
20th February 2024 Current Affairs in Bengali Quiz | 20th ফেব্রুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস (World Day of Social Justice) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 20th ফেব্রুয়ারী
2. সম্প্রতি ‘জীববৈচিত্র্য হেরিটেজ সাইট’ হিসাবে মনোনীত হওয়া “গুপ্তেশ্বর বন” কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- ওড়িশা।
3. সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার ‘মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা’ -এর অধীনে বার্ষিক অনুদান কত বাড়ানোর কথা ঘোষণা করেছে?
উত্তর:- 25,000 টাকা
4. আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন ভারতীয় অধিনায়ক কে?
উত্তর:- রোহিত শর্মা
5. কোন ব্যাংক -এর সহযোগিতায় সিকিম সরকার ‘সিকিম ইন্সপায়ার’ উদ্যোগ চালু করেছে?
উত্তর:- বিশ্বব্যাংক
6. সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে কার নামে?
উত্তর:- নিরঞ্জন শাহ (Niranjan Shah)
7. সম্প্রতি কে বিহার বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন?
উত্তর:- নন্দ কিশোর যাদব (Nand Kishore Yadav)
8. IRCTC -এর নতুন Managing Director হিসেবে কে দায়িত্ব নিয়েছেন?
উত্তর:- সঞ্জয় কুমার জৈন (Sanjay Kumar Jain)
9. দেশে ফুটবল খেলার প্রসারের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কার সাথে চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর:- ফিফা (FIFA)
10. সম্প্রতি কোথায় ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ প্রয়াত জেনারেল বিপিন রাওয়াতের মূর্তি উন্মোচন করা হয়েছে?
উত্তর:- দেরাদুন।
আরও পড়ুন:-
একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here
একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here
একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here
1000+ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- Click Here
বিভিন্ন ঐতিহাসিক বই ও লেখক PDF- Click Here
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here
ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here
ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here
2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here
400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here
পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here
250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।