20th December 2023 Current Affairs in Bengali Quiz | 20th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 20th December 2023 Current Affairs in Bengali Quiz | 20th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 20th December 2023 Current Affairs in Bengali Quiz | 20th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

20th December 2023 Current Affairs in Bengali Quiz | 20th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “আন্তর্জাতিক মানব সংহতি দিবস” (International Human Solidarity Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 20th ডিসেম্বর।

2. ভারতের কোন রাজ্যে প্রতি বছর ডিসেম্বর মাসে “Shar Amartala Torgya” ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়?

উত্তর:- অরুণাচল প্রদেশ।

3. প্রধানমন্ত্রী মোদী কোন শহরে বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্রের উদ্বোধন করলেন? (World’s Largest Meditation Center)

উত্তর:- বারাণসী

4. সম্প্রতি কোন দেশের শাসকের মৃত্যুতে ভারত সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল?

উত্তর:- কুয়েত

5. টেস্ট ক্রিকেটে ৫০০ বা তার বেশি উইকেট নেওয়া বিশ্বের ৮ম বোলার কে হলেন?

উত্তর:- নাথান লিয়ন (Nathan Lyon).

6. সম্প্রতি ইসরায়েলে সরকার ভারতে নতুন রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করেছে?

উত্তর:- রিউভেন আজার (Reuven Azar).

7. সম্প্রতি কোন ভারতীয় সফলভাবে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ‘মাউন্ট ভিনসন’ আরোহণ করেছেন?

উত্তর:- শেখ হাসান খান (Sheikh Hasan Khan).

8. আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- হার্দিক পান্ডিয়া (Hardik Pandya).

9. ২০২৩ সালের জন্য CII Sports Business Awards পেলো ভারতের কোন বিশ্ববিদ্যালয়?

উত্তর:- কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (Kalinga Institute Of Industrial Technology)

10. কোন ক্রীড়াবিদ ‘জীমি জর্জ এওয়ার্ড’ পেতে চলেছেন?

উত্তর:- মুরালী শ্রী শংকর।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।