20th December 2022 Current Affairs in Bengali | 20th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 20th December 2022 Current Affairs in Bengali | 20th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 20th December 2022 Current Affairs in Bengali | 20th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

20th December 2022 Current Affairs in Bengali | 20th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “আন্তর্জাতিক মানব সংহতি দিবস” (International Human Solidarity Day) কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- 20th ডিসেম্বর

  1. সম্প্রতি কোন রাজ্য যে কোনো সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে আধার নম্বর বাধ্যতামূলক করেছে?

উত্তর:- তামিলনাড়ু

  1. সম্প্রতি উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্য গুলিকে প্রধানমন্ত্রী মোদী নিরাপত্তা ও সমৃদ্ধির প্রবেশদ্বার হিসেবে ঘোষণা করলেন?

উত্তর:- মেঘালয় ও ত্রিপুরা

  1. সম্প্রতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ হিসেবে তকমা পেল কোন দেশ?

উত্তর:- ভারত

  1. সম্প্রতি কোন স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘গৃহপ্রবেশ’ (Grih Pravesh) কর্মসূচি চালু করেছেন?

উত্তর:- ত্রিপুরার আগরতলা

  1. ভারতের প্রথম অন্ধকার স্কাই রিজার্ভ গড়ে তোলা হলো কোথায়?

উত্তর:- লাদাখের হানলে

  1. সম্প্রতি লাদাখের কোন ফল জিআই ট্যাগ তকমা পেল?

উত্তর: এপ্রিকট (Apricot).

  1. ভারতীয় বংশোদ্ভূত নেতা লিও ভারাদকার সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন?

উত্তর:- আয়ারল্যান্ড (Ireland).

  1. মিসেস ওয়ার্ল্ড 2022 খেতাব কে জিতলো?

উত্তর:- সরগম কৌশল (Sargam Koushal).

  1. সম্প্রতি হোয়াটসঅ্যাপ দ্বারা চালু করা নতুন ফিচারটি কী?

উত্তর:- Accidental delete

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।