20th August 2022 Current Affairs in Bengali | 20th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 20th August 2022 Current Affairs in Bengali | 20th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 20th August 2022 Current Affairs in Bengali | 20th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

👉 Join Our Telegram Chanel – Click Here 👈

Ajjkal



20th August 2022 Current Affairs in Bengali | 20th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “World Mosquito Day” কবে পালিত হয়?

উত্তরঃ- ২০শে আগস্ট



2. “ভারতীয় অক্ষয় উর্জা দিবস” কবে পালিত হয়?

উত্তরঃ- ২০শে আগস্ট

3. কোন ব্যাঙ্ক ওপেন নেটওয়ার্ক ডিজিটাল কমার্স (ONDC) গ্রহণ করতে SellerApp-এর সাথে অংশীদারিত্ব করেছে?

উত্তর:- ইয়েস ব্যাংক

4. UEFA মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলা প্রথম ভারতীয় ফুটবলার কে?

উত্তর:- মনীষা কল্যাণ

5. বর্ডার রোড অর্গানাইজেশন (BRO) কোন রাজ্যে স্টিল স্ল্যাগ ব্যবহার করে একটি পাইলট রাস্তা তৈরি করবে?

উত্তর:- অরুণাচল প্রদেশ

6. কোন পেমেন্ট কোম্পানি স্মার্ট PoS (পয়েন্ট-অফ-সেল) ডিভাইস স্থাপন করতে Samsung-এর সাথে অংশীদারিত্ব করেছে?

উত্তর:- Paytm

7. কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ভারতের প্রথম বৈদ্যুতিক ডাবল ডেকার বাস কোন শহরে চালু করেছেন?

উত্তর:- মুম্বাই

8. ভারতকে বিশ্বের এক নম্বর দেশ করার জন্য কে ‘মেক ইন্ডিয়া নং 1’ মিশন চালু করেছিলেন?

উত্তর:- অরবিন্দ কেজরিওয়াল

9. কোন ব্যাঙ্ক মানুষের মধ্যে নিরাপদ ব্যাঙ্কিং অভ্যাস প্রচারের জন্য ‘ভিজিল আন্টি’ শিরোনামে তার সর্বশেষ প্রচারাভিযান চালু করার ঘোষণা দিয়েছে?




উত্তর:- HDFC ব্যাঙ্ক

10. কোন দিনে “সদ্ভাবনা দিবস” পালন করা হয়?

উত্তরঃ- ২০শে আগস্ট




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।