Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 20th April 2023 Current Affairs Quiz in Bengali | 20th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 20th April 2023 Current Affairs Quiz in Bengali | 20th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
20th April 2023 Current Affairs Quiz in Bengali | 20th এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- কোন অটোমোবাইল কোম্পানি একটি অনলাইন খুচরা বিক্রয় প্ল্যাটফর্ম ‘হুইলস অন ওয়েব’ চালু করেছে?
উত্তর:- টয়োটা (Toyota).
- হিমাচল প্রদেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?
উত্তর:- বিচারপতি তারলোক সিং চৌহান
- সম্প্রতি কোন রাজ্য ‘এ-হেল্প প্রোগ্রাম’ চালু করেছে?
উত্তর:- উত্তরাখণ্ড
- সম্প্রতি কোন প্রতিষ্ঠান ‘এগ্রিফুড সিস্টেমে নারীর অবস্থা’ প্রতিবেদন প্রকাশ করেছে?
উত্তর:- FAO (Food and Agricultural Organisation).
- সম্প্রতি কোন দেশ ‘Hwasong-18 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ তৈরি করেছে?
উত্তর:- উত্তর কোরিয়া
- সম্প্রতি বাংলাদেশের কোন স্থানে ১৬তম ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খুললো ভারত?
উত্তর:- কুষ্টিয়া
- প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে IPL 2023 -এ সেঞ্চুরী করলেন কে?
উত্তর:- ভেঙ্কটেশ আইয়ার
- অ্যাপল কোম্পানি ভারতের প্রথম স্টোর কোন শহরে চালু করেছে?
উত্তর:- মুম্বাই
- সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী “সংগঠনের মাধ্যমে সমৃদ্ধি” নামক একটি প্রচারাভিযান শুরু করেছেন?
উত্তর:- গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং
- G20 ডিজিটাল ইকোনমি ওয়ার্কিং গ্রুপের সভা কোন শহরে অনুষ্ঠিত হলো?
উত্তর:- হায়দ্রাবাদ।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।