Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 1st September 2023 Current Affairs in Bengali Quiz | 1st সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1st September 2023 Current Affairs in Bengali Quiz | 1st সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
1st September 2023 Current Affairs in Bengali Quiz | 1st সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মে 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক অর্জনকারী প্রথম ভারতীয় কে?
উত্তর:- নীরজ চোপড়া
2. ভারতের কোন শহরে ‘B20 সামিট ইন্ডিয়া 2023’-আয়োজিত হতে চলেছে?
উত্তর:- নয়াদিল্লি
3. কে মিস আর্থ ইন্ডিয়া 2023 খেতাব জিতেছে?
উত্তর:- প্রিয়ন সেন (Priyan Sen)
4. মিস ওয়ার্ল্ড 2023 ইভেন্ট কোন শহরে আয়োজিত হবে?
উত্তর:- কাশ্মীর
5. সম্প্রতি কোন ব্যাঙ্ক একটি নতুন ধরনের ‘ইনফিনিটি সেভিংস অ্যাকাউন্ট’ চালু করেছে?
উত্তর:- Axis Bank
6. প্রতি বছর “বিশ্ব সংস্কৃত দিবস” কবে পালিত হয়?
উত্তর:- 31 আগস্ট
7. সম্প্রতি উদ্বোধন হওয়া যুদ্ধজাহাজ ‘মহেন্দ্রগিরি’ নির্মাণ করেছে কোন শিপবিল্ডার্স লিমিটেড?
উত্তর:- Mazagon Dock Shipbuilders
8. চন্দ্রযান-২ এর ল্যান্ডার যেখানে ভেঙে পড়েছিল, সেই স্থানের সম্প্রতি কী নামকরণ করা হয়েছে?
উত্তর:- তিরঙ্গা পয়েন্ট
9. সম্প্রতি গ্রীসের সর্বোচ্চ নাগরিক সম্মান “Grand Cross of the Order of Honour” -এ সম্মানিত হলেন কে?
উত্তর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
10. সম্প্রতি প্রকাশিত “Nutrition Awareness Index 2023” -এ শীর্ষস্থান অধিকার করেছে কোন রাজ্য?
উত্তর:- পাঞ্জাব।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।