1st September 2022 Current Affairs in Bengali | 1st সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 1st September 2022 Current Affairs in Bengali | 1st সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1st September 2022 Current Affairs in Bengali | 1st সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal



1st September 2022 Current Affairs in Bengali | 1st সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি ভারতে সার্ভিকাল ক্যান্সারের ভ্যাকসিন কোন কোম্পানি তৈরি করলো?

উত্তর:- বায়োটেকনোলজি বিভাগের সহযোগিতায় ভারতের সেরাম ইনস্টিটিউট।



2. G20 পরিবেশ ও জলবায়ু মন্ত্রী পর্যায়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন কে?

উত্তর:- কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব

3. সম্প্রতি থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাকে মনোনীত করা হলো ?

উত্তর:- IFS নাগেশ সিং

4. জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালন করা হয়ে থাকে ?

উত্তর:- ১লা-৭ই সেপ্টেম্বর

5. কোন প্রকল্পের জন্য হিমাচল প্রদেশ সরকার NHPC এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করলো?

উত্তর:- 500 মেগাওয়াট ডুগার জলবিদ্যুৎ প্রকল্প।

6. G20 পরিবেশ ও জলবায়ু মন্ত্রীসভা কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর:- বালি, ইন্দোনেশিয়া

7. সম্প্রতি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক কোষাধ্যক্ষ হিসেবে কাকে নিয়োজিত করা হলো ?

উত্তর:- অনুরাগ শামরা

8. সম্প্রতি মালির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হলো ?

উত্তর:- কর্নেল আবদৌলায়ে মাইগা

9. T20I তে 3500 রান করা প্রথম খেলোয়াড় কে হলেন?

উত্তর:- রোহিত শর্মা




10. সম্প্রতি ACEFOUR ACCESSORIES -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিয়োজিত হলেন?

উত্তর:- জসপ্রিত বুমরাহ




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।