1st November 2023 Current Affairs in Bengali Quiz | 1st নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 1st November 2023 Current Affairs in Bengali Quiz | 1st নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1st November 2023 Current Affairs in Bengali Quiz | 1st নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1st November 2023 Current Affairs in Bengali Quiz | 1st নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “ছত্তিশগড় রাজ্যোৎসব” (Chhattisgarh Rajyotsava) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 1st নভেম্বর

2. “কর্ণাটক রাজজ্যোৎসব” (Karnataka Rajyotsava) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 1st নভেম্বর

3. সাম্প্রতিক সমীক্ষা অনুসারে, ভারতের কোন রাজ্যে ক্যান্সারের হার সবচেয়ে বেশি?

উত্তর:- মিজোরাম

4. আন্তর্জাতিক ক্রিকেটে 18,000 রান পূর্ণ করার পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান কে?

উত্তর:- রোহিত শর্মা

5. কোন বিখ্যাত ফুটবলার 2023 সালে ব্যালন ডি’অর পুরস্কারে ভূষিত হলেন?

উত্তর:- লিওনেল মেসি

6. সম্প্রতি কোন কোম্পানি ভারতের উদ্বোধনী স্যাটেলাইট-ভিত্তিক গিগাবিট ব্রডব্যান্ড পরিষেবা চালু করেছে?

উত্তর:- রিলায়েন্স জিও ইনফোকম (Reliance Jio Infocomm).

7. গুজরাটের প্রথম হেরিটেজ ট্রেন কে উদ্বোধন করলেন?

উত্তর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

8. “কেরালা দিবস” (Kerala Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 1st নভেম্বর

9. গোয়ায় 37তম জাতীয় গেমসে মহিলাদের 20 কিমি রেস ওয়াকের নতুন জাতীয় রেকর্ড কে তৈরি করলেন?

উত্তর:- প্রিয়াঙ্কা গোস্বামী

10. “বিশ্ব ভেগান দিবস” (World Vegan Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 1st নভেম্বর।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।