Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 1st June 2023 Current Affairs in Bengali Quiz | 1st জুন 2023 কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1st June 2023 Current Affairs in Bengali Quiz | 1st জুন 2023 কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর।
1st June 2023 Current Affairs in Bengali Quiz | 1st জুন 2023 কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. “বিশ্ব দুগ্ধ দিবস” (World Milk Day) কোন দিন পালন করা হয়ে থাকে?
উত্তর:- 1st জুন
2. চলতি শিক্ষাবর্ষ থেকেই স্নাতক স্তরের পাঠক্রম কত বছরের হতে চলেছে?
উত্তর:- চার বছরের স্নাতক পাঠক্রম
3. সম্প্রতি মহারাষ্ট্র সরকারের ‘স্মাইল অ্যাম্বাসেডর’ কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- শচীন টেন্ডুলকার
4. সম্প্রতি UPSC -এর সদস্য হিসাবে কে নিযুক্ত হলেন?
উত্তর:- সুমন শর্মা
5. জ্যাভলিন থ্রো-এর বিশ্ব র্যাঙ্কিং-এ প্রথম স্থান অধিকার করলো কে?
উত্তর:- টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া।
6. সম্প্রতি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন কে?
উত্তর:- বিচারপতি মমিদান্না সত্য রত্ন শ্রী রামচন্দ্র রাও।
7. সম্প্রতি নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কে?
উত্তর:- বোলা টিনুবু
8. সম্প্রতি কোন দেশ তার স্বদেশী স্পেস রকেট ‘নুরি’ উৎক্ষেপণ করলো?
উত্তর:- দক্ষিণ কোরিয়া
9. সম্প্রতি ভারতের কোন শহর ‘কাবেরী 2.0’ নামক সম্পত্তি নিবন্ধন অ্যাপ্লিকেশন চালু করতে করতে চলছে?
উত্তর:- বেঙ্গালুরু
10. সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হলেন কে?
উত্তর:- তাইয়্যেপ এরদোগান।
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।