1st July 2023 Current Affairs in Bengali Quiz | 1st জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 1st July 2023 Current Affairs in Bengali Quiz | 1st জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1st July 2023 Current Affairs in Bengali Quiz | 1st জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1st July 2023 Current Affairs in Bengali Quiz | 1st জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. ভারতে “জাতীয় ডাক্তার দিবস” (Doctors Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 1st জুলাই

2. ভারতে জাতীয় ডাক্তার দিবসে কাকে সম্মানিত ও স্মরণ করা হয়?

উত্তর:- ডঃ বিধান চন্দ্র রায়

3. ফিফার সর্বশেষ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষদের জাতীয় ফুটবল দল কোন র‌্যাঙ্কিং অর্জন করেছে?

উত্তর:- 100তম

4. বার্ষিক ইউকে-ইন্ডিয়া অ্যাওয়ার্ডে “গ্লোবাল ইন্ডিয়ান আইকন অফ দ্য ইয়ার” পুরস্কারে কে সম্মানিত হয়েছেন?

উত্তর:- মেরি কম (Mary Kom).

5. প্রায় 1 লক্ষ কোটি টাকার বাজার মূলধন অর্জনকারী প্রথম ভারতীয় বিমান সংস্থা কোনটি?

উত্তর:- ইন্ডিগো এয়ারলাইন (Indigo Airline).

6. কোন রাজ্যে ‘ওয়ান-ট্যাপ-ওয়ান-ট্রি’ (One-Tap-One-Tree)  অভিযান শুরু হয়েছে?

উত্তর:- উত্তর প্রদেশ

7. সম্প্রতি কোন রাজ্য সিনিয়র জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে?

উত্তর:- তামিলনাড়ু

8. সম্প্রতি ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- টি এস সিংদেব (T S Singhdev).

9. সম্প্রতি এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ 2023 এর শিরোপা কোন দেশ জিতেছে? (Asian Kabaddi Championship 2023)

উত্তর:- ভারত

10. RBI -এর ডেপুটি গভর্নর হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- স্বামীনাথন জানকিরামন (Swaminathan Janakiraman).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।