1st January 2024 Current Affairs in Bengali Quiz | 1st জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 1st January 2024 Current Affairs in Bengali Quiz | 1st জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1st January 2024 Current Affairs in Bengali Quiz | 1st জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1st January 2024 Current Affairs in Bengali Quiz | 1st জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “বিশ্ব পরিবার দিবস” (Global Family Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 1st জানুয়া

2. সম্প্রতি প্রকাশিত ‘Breaking The Mould: Reimagining India’s Economic Future’ শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- রঘুরাম রাজন।

3. সম্প্রতি রাজস্থান বিধানসভার প্রিসাইডিং অফিসার হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে?

উত্তর:- বাসুদেব দেবনানী (Vasudev Devnani)

4. 2024 সালে অনুষ্ঠিত হতে চলা “খেলো ইন্ডিয়া যুব গেমস” -এ কোন খেলাটি প্রথমবারের মতো চালু করা হচ্ছে?

উত্তর:- স্কোয়াশ (Squash).

5. সম্প্রতি কার জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সংগৃহীত রচনাবলীর ১১ খণ্ডের প্রথম খন্ডটি প্রকাশ করতে চলেছেন?

উত্তর:- পন্ডিত মদনমোহন মালব্য

6. সম্প্রতি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া উড়ন্ত কাঠবিড়ালি কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে?

উত্তর:- অরুণাচল প্রদেশ

7. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘কৃষক উপহার যোজনা’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের ট্রাক্টর বিতরণ করছে?

উত্তর:- উত্তর প্রদেশ

8. সম্প্রতি কোন পুরুষ ক্রিড়াবিদ প্রথমবারের জন্য দিব্যং স্পোর্টস আওয়ার্ড দ্বারা ভূষিত হলেন?

উত্তর:- সুমিত আন্তিল

9. সম্প্রতি আসামে অনুষ্ঠিত “National Badminton Championship” -এ মহিলা বিভাগে কে সিঙ্গেল টাইটেল জিতেছে?

উত্তর:- আনমোল খর্ব

10. 2024 সালে অনুষ্ঠিত হতে চলা “Khelo India Youth Games” ভারতের কোন রাজ্যে হোস্ট করতে চলেছে?

উত্তর:- তামিলনাড়ু।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।