1st February 2023 Current Affairs in Bengali | 1st ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 1st February 2023 Current Affairs in Bengali | 1st ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1st February 2023 Current Affairs in Bengali | 1st ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1st February 2023 Current Affairs in Bengali | 1st ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রজাতন্ত্র দিবস 2023 -এর র‍্যালিতে কোন রাজ্যের টেবলো বা মূকনাট্য সেরার সেরা পুরস্কার জিতেছে?

উত্তর:- উত্তরাখণ্ড

  1. 2023 সালের জুন-জুলাইতে ISRO দ্বারা উৎক্ষেপণ হতে চলা সূর্য পর্যবেক্ষণকারী প্রথম ভারতীয় মহাকাশ অভিযানের নাম কি?

উত্তর:- আদিত্য-এল ১ (Aditya-L1).

  1. সম্প্রতি কোন রাজ্য সরকার আগামী আর্থিক বছর থেকে বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে?

উত্তর:- ছত্তিশগড় রাজ্য সরকার।

  1. IMF ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট অনুসারে, 2023 সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত?

উত্তর:- 6.1%

  1. সম্প্রতি কোন রাজ্য ভারতে জাতি-ভিত্তিক সমীক্ষা (CBS) করছে?

উত্তর:- বিহার

  1. 2023 সালে কোন শহর ‘জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস’ (National Child Science Congress) -এর আয়োজন করতে চলছে?

উত্তর:- আহমেদাবাদ

  1. সম্প্রতি NMDC -এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সম্প্রতি কাকে নির্বাচিত করা হয়েছে?

উত্তর:- নিখাত জারিন (Nikhat Zareen)

  1. চীনের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে কোনটি ‘ট্রেড-প্লাস-ওয়ান’ (T+1) সেটেলমেন্ট চক্র শুরু করেছে?

উত্তর:- ভারত

  1. কোন ভারতীয় ব্যাটসম্যান সম্প্রতি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন?

উত্তর:- মুরলী বিজয় (Murali Vijay)

  1. ভারতীয় বিমান বাহিনীর নতুন ভাইস চিফ হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- অমর প্রীত সিং (Amar Preet Singh).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।