1st December Current Affairs in Bengali Quiz | 1st ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 1st December Current Affairs in Bengali Quiz | 1st ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1st December Current Affairs in Bengali Quiz | 1st ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1st December Current Affairs in Bengali Quiz | 1st ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. বিশ্ব এইডস দিবস (World AIDS Day) কোন দিন পালিত হয়ে?

উত্তর:- 1st ডিসেম্বর

2. সম্প্রতি এশিয়ার বৃহত্তম উন্মুক্ত বার্ষিক বাণিজ্য মেলা ‘বালিযাত্রা’ কোন রাজ্যে উদ্বোধন করা হলো?

উত্তর:- ওড়িশা

3. ফ্লাইট টিকেট বুকিংয়ে গ্রাহকদের সাহায্য করার জন্য সম্প্রতি কোন এয়ারলাইন AI চ্যাটবট চালু করেছে?

উত্তর:- Indigo.

4. সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের তিন ফরম্যাটেরই অধিনায়ক করা কাকে?

উত্তর:- লরা ভলওয়ার্ট (Laura Vollwart).

5. সম্প্রতি উদ্ভিদ গবেষকরা সম্প্রতি কোন টাইগার রিজার্ভে একটি নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কার করেছেন?

উত্তর:- কালাক্কাদ মুন্ডনথুরাই টাইগার রিজার্ভ

6. কোন দেশে বিশ্বের বৃহত্তম একক-সাইট সৌরবিদ্যুৎ কেন্দ্র ‘আল ধফরা’ (Al Dhafra) প্রকল্প উদ্বোধন হয়েছে?

উত্তর:- সংযুক্ত আরব আমিরাত

7. সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম ‘মিচাং’ (Michaung) রেখেছে কোন দেশ?

উত্তর:- মায়ানমার

8. ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে BCCI আবার কার মেয়াদ বাড়িছে?

উত্তর:- রাহুল দ্রাবিড়

9. স্বাস্থ্যসেবা যোগাযোগে অসামান্য অবদানের জন্য সম্প্রতি কে পিআরএসআই (PRSI) জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন?

উত্তর:- সুগান্তি সুন্দররাজ (Suganti Sundarraj)

10. নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট শুরু করতে চলছে কোন এয়ারলাইন?

উত্তর:- Indigo.

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।