Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 19th October 2023 Current Affairs in Bengali Quiz | 19th অক্টোবর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 19th October 2023 Current Affairs in Bengali Quiz | 19th অক্টোবর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
19th October 2023 Current Affairs in Bengali Quiz | 19th অক্টোবর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মে 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ জুন 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ জুলাই 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ আগষ্ট 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (GHI) 2023’-এ ভারতের স্থান কত?
উত্তর:- 111 তম।
2. সম্প্রতি কোন দেশ 82 কিলোমিটার দীর্ঘ ‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প’ উদ্বোধন করেছে?
উত্তর:- বাংলাদেশ
3. কোন চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ জিতেছে?
উত্তর:- ‘রকেট্রি’: ‘দ্য নাম্বি ইফেক্ট’ (Rocketry’: ‘The Nambi Effect)
4. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী ইভি-রেডি ইন্ডিয়া ড্যাশবোর্ড চালু করেছেন?
উত্তর:- আর কে সিং (RK Singh).
5. পররাষ্ট্রমন্ত্রী ড: এস জয়শঙ্কর সম্প্রতি কোন দেশে মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করেছেন?
উত্তর:- ভিয়েতনাম
6. গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট 2023 কোন শহরে আয়োজিত হচ্ছে?
উত্তর:- মুম্বাই
7. প্রতিরক্ষা মন্ত্রক কার সাথে INS বিয়াসের মিড-লাইফ আপগ্রেডের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর:- কোচিন শিপইয়ার্ড লিমিটেড
8. 4th এশিয়ান প্যারা গেমস কোন দেশে আয়োজিত হবে?
উত্তর:- চীন
9. সম্প্রতি নাগাল্যান্ডের প্রথম মেডিকেল কলেজ কোন স্থানে উদ্বোধন করা হলো?
উত্তর:- কোহিমা
10. সম্প্রতি কোন দেশের অলিম্পিক কমিটিকে সাসপেন্ড করেছে International Olympic Committee?
উত্তর:- রাশিয়া।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।