19th October 2022 Current Affairs in Bengali | 19th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 19th October 2022 Current Affairs in Bengali | 19th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 19th October 2022 Current Affairs in Bengali | 19th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal

19th October 2022 Current Affairs in Bengali | 19th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. আন্তর্জাতিক জিন ও টনিক দিবস (International Gin and Tonic Day) কবে পালন করা হয়?

উত্তর:- 19th অক্টোবর

  1. বিশ্ব মর্যাদা দিবস (Global Dignity Day) কবে পালন করা হয়?

উত্তর:- 19ই অক্টোবর

  1. ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে ভারতের প্রথম অ্যালুমিনাস ফ্রেট রেকের উদ্বোধন করলেন কে?

উত্তর:- রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণব

  1. আলীগড় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের জন্য স্যার সৈয়দ এক্সিলেন্স অ্যাওয়ার্ড দ্বারা কাকে সম্মানিত করা হলো?

উত্তর:- আমেরিকান ইতিহাসবিদ প্রফেসর বারবারা মেটকাফ

  1. উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক দ্বারা সম্প্রতি প্রকাশিত “প্যান্ডেমিক ডিসপ্রেশনস অ্যান্ড ওডিশা লেসন ইন গভর্নেন্স” বইটি কে লিখলেন?

উত্তর:- ডঃ অমর পট্টনায়েক

  1. চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলা নবম বিশ্ব আয়ুর্বেদ কংগ্রেস ও আরোগ্য এক্সপো কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর:- গোয়া

  1. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মাছ উৎপাদনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত?

উত্তরঃ ৩য় স্থান

  1. কোন ইনস্টিটিউট একটি শ্বাস-ভিত্তিক ক্যান্সার সনাক্তকারী তৈরি করলো? উত্তর: IIT Roorkee
  2. স্লোভাক প্রজাতন্ত্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- অপূর্ব শ্রীবাস্তব

  1. সুইডেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- উলফ ক্রিস্টারসন

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।