19th November 2023 Current Affairs in Bengali Quiz | 19th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 19th November 2023 Current Affairs in Bengali Quiz | 19th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 19th November 2023 Current Affairs in Bengali Quiz | 19th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

19th November 2023 Current Affairs in Bengali Quiz | 19th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “World Toilet Day” কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 19th নভেম্বর

2. সম্প্রতি কোন রাজ্য সরকার চাকরি ক্ষেত্রে সংরক্ষণকে বাড়িয়ে 75% করেছে?

উত্তর:- বিহার

3. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্য থেকে “বিকশিট ভারত যাত্রা” -র উদ্বোধন করেছ?

উত্তর:- ঝাড়খণ্ড

4. ভারতের কোন দুটি শহর ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্কে যোগদান করেছে?

উত্তর:- কোঝিকোড় এবং গোয়ালিয়র

5. সম্প্রতি কোন প্রতিষ্ঠান বার্ষিক গ্রীনহাউস গ্যাস বুলেটিন প্রকাশ করেছে?

উত্তর:- WMO (World Meteorological Organization)

6. ASEAN -এর 10 তম প্রতিরক্ষা মন্ত্রীদের মিটিং- কোথায় অনুষ্ঠিত হতে চলছে?

উত্তর:- জাকার্তা, ইন্দোনেশিয়া

7. MITRA SHAKTI-2023 কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর:- পুনে

8. ‘9ম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল (IISF) 2023’ -এর আয়োজক রাজ্য কোনটি?

উত্তর:- ফরিদাবাদ, হরিয়ানা

9. বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে কে 50টির বেশি ছয় মেরে ক্রিস গেইলের 49টি ছয় মারার রেকর্ড ভাঙলেন?

উত্তর:- রোহিত শর্মা

10. Mika নামের বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট CEO নিয়োগ করেছে কোন দুটি কোম্পানি?

উত্তর:- Hanson Robotics and Dictador.

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।