19th November 2022 Current Affairs in Bengali | 19th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 19th November 2022 Current Affairs in Bengali | 19th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 19th November 2022 Current Affairs in Bengali | 19th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

👉 Join Our Telegram Chanel – Click Here 👈

Ajjkal

19th November 2022 Current Affairs in Bengali | 19th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে কে নিযুক্ত হলেন?

উত্তর:- সি.ভি. আনন্দ বোস

  1. সম্প্রতি NITI Aayog -এর ফুল টাইম সদস্য হিসেবে কে নিযুক্ত হলেন?

উত্তর:- অরবিন্দ ভির্মানি

  1. সম্প্রতি 2024 প্যারিস অলিম্পিকের ম্যাসকট হিসাবে ঘোষনা করা হলো কোনটিকে?

উত্তর:- Phrygian cap

  1. সম্প্রতি উত্তরাখণ্ড হাইকোর্ট-এর স্থান পরিবর্তন করে কোথায় স্থাপন করা হলো?

উত্তর:- হলদ্বানি

  1. সম্প্রতি জাপান সরকার কর্তৃক প্রদত্ত “Deming Award 2022” পেলেন কে?

উত্তর:- লক্ষ্মীনারায়ণ গণেশ

  1. RBI-এর সেন্ট্রাল বোর্ডের ডিরেক্টর পদে সম্প্রতি কে নিয়োজিত হলেন?

উত্তর:- বিবেক যোশী

  1. সম্প্রতি প্রকাশিত Climate Change Performance Index 2023 -এ ভারতের স্থান কত?

উত্তর:- ৮

  1. সম্প্রতি “Women Self-Help Groups Conference” অনুষ্ঠিত হলো কোথায়?

উত্তর:- মধ্যপ্রদেশ

  1. FIFA -র প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হলেন কে?

উত্তর:- Gianni Infantino

  1. সম্প্রতি Amazon কোম্পানি দ্বারা লঞ্চ করা “Air Delivery Drone” -টির নাম কী রাখা হলো?

উত্তর:- MK30

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।