19th March 2023 Daily Current Affairs in Quiz in Bengali | 19th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 19th March 2023 Daily Current Affairs in Quiz in Bengali | 19th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 19th March 2023 Daily Current Affairs in Quiz in Bengali | 19th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

19th March 2023 Daily Current Affairs in Quiz in Bengali | 19th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সাম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, কোন রাজ্যের শিক্ষার হার সবথেকে কম?

উত্তর:- বিহার

  1. সম্প্রতি ফিফার প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হলেন কে?

উত্তর:- Gianni Infantino.

  1. মুখ্য নির্বাচন কমিশন সম্প্রতি কোথায় “Vote Fest 2023” এর উদ্বোধন করলেন?

উত্তর:- বেঙ্গালুরু

  1. ‘United Nations 2023 Water Conference’ -এর আয়োজক দেশ কোনটি?

উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র

  1. সম্প্রতি “সরস্বতী সম্মান ২০২২” পেতে চলেছেন কে?

উত্তর:- তামিল লেখক শিবাশঙ্করী তার “Survya Vamsam” শিরোনামে বইয়ের জন্য।

  1. ভারতের প্রথম “Behavioural Lab” প্রতিষ্ঠিত হতে চলেছে কোথায়?

উত্তর:- জয়পুর

  1. ভারতে প্রথম রেশম চাষীদের জন্য বীমা প্রকল্প চালু করতে চলেছে কোন রাজ্য?

উত্তর:- উত্তরাখণ্ড

  1. কোন দেশ সম্প্রতি “Illegal Migration Bill” পাশ করলো?

উত্তর:- ইংল্যান্ড

  1. সম্প্রতি IndusInd Bank -এর MD ও CEO পদে কে নিযুক্ত হলেন?

উত্তর:- সুমন্ত কাঠাপালিয়া

  1. সম্প্রতি কোন শহরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ‘এগ্রিইউনিফেস্ট’ -এর উদ্বোধন করলেন?

উত্তর:- বেঙ্গালুরু।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।