19th January 2024 Current Affairs in Bengali Quiz | 19th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 19th January 2024 Current Affairs in Bengali Quiz | 19th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 19th January 2024 Current Affairs in Bengali Quiz | 19th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

19th January 2024 Current Affairs in Bengali Quiz | 19th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি বিশ্বনাথন আনন্দকে পেছনে ফেলে কে ভারতের এক নম্বর দাবা খেলোয়াড় হয়েছেন?

উওর:- রমেশবাবু প্রজ্ঞানন্ধা (Rameshbabu Praggnanand)

2. আসাম রাজ্যের সর্বোচ্চ সম্মান ‘আসাম বৈভব’ দ্বারা কাকে সম্মানিত করা হলো?

উওর:- রঞ্জন গগৈ (Ranjan Gogoi)

3. “গ্লোবাল ফায়ারপাওয়ার র‍্যাঙ্কিং” -এ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর মধ্যে ভারতের স্থান কত?

উওর:- 4th

4. সম্প্রতি মহারাষ্ট্র রাজ্যের নতুন ডিজিপি পদে কাকে নিযুক্ত করা হলো?

উওর:- রশ্মি শুক্লাকে

5. 2023 সালের ডিসেম্বর মাসের জন্য পুরুষ বিভাগে ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কার কে জিতেছেন?

উওর:- প্যাট কামিন্স (Pat Cummins)

6. মহারাষ্ট্র সরকার কোন সংস্থার সাথে রাজ্যের প্রথম সবুজ অ্যামোনিয়া প্ল্যান্টের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?

উওর:- Inox Air Products.

7. সম্প্রতি কোন দেশ ইউক্রেনে ‘গ্লোবাল পিস সামিট’ আয়োজন করতে চলছে?

উওর:- সুইজারল্যান্ড

8. শান্তির জন্য এশিয়ান বৌদ্ধ সম্মেলনের 12তম সাধারণ অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?

উওর:- নয়াদিল্লি

9. ভারতে ‘জাতীয় স্টার্টআপ দিবস’ কত তারিখে পালন করা হয়?

উওর:- 16th জানুয়ারি

10. সম্প্রতি রমেশবাবু প্রজ্ঞানান্ধা কোন দাবা খেলোয়াড়কে হারিয়ে ভারতের এক নম্বর দাবা খেলোয়াড় হলেন?

উওর:- ডিং লিরেন (Ding Liren).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।