19th February 2023 Current Affairs in Bengali | 19th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 19th February 2023 Current Affairs in Bengali | 19th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 19th February 2023 Current Affairs in Bengali | 19th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

19th February 2023 Current Affairs in Bengali | 19th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “শিবাজী জয়ন্তী” কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 19th ফেব্রুয়ারী

  1. সম্প্রতি কোন রাজ্য সরকার চাকরি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন অনুমোদন করলো?

উত্তর:- উত্তরাখণ্ড সরকার

  1. কোন ব্যাঙ্ক সম্প্রতি একটি ইলেকট্রনিক ব্যাঙ্ক গ্যারান্টি স্কিম লঞ্চ করেছে?

উত্তর:- ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক

  1. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘ভূ-ঐতিহ্য সাইট এবং জিও-রিলিক্স বিল’ খসড়া প্রকাশ করেছে?

উত্তর:- খনি মন্ত্রণালয় (Ministry of Mines).

  1. সম্প্রতি ফিজির রাজধানী সুভাতে সর্দার বল্লভাই প্যাটেলের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন কে?

উত্তর:- বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্কর

  1. সম্প্রতি আমেরিকার সাথে “Exercise Tarkash” আয়োজন করছে কোন দেশ?

উত্তর:- ভারত

  1. সম্প্রতি গুজরাট হাইকোর্ট -এর মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হলেন?

উত্তর:- সোনিয়া গোকানি

  1. সম্প্রতি, প্রকাশিত ‘World Happiness Index 2023’ -এ ভারতের স্থান কত?

উত্তর:- 136 তম

  1. ভারতের সবথেকে দূষিত শহরের তালিকায় কোন শহর প্রথম স্থান অধিকার করেছে?

উত্তর:- মুম্বাই

  1. সম্প্রতি সেরা জেলা পঞ্চায়েতের তকমা জিতলো কেরালার কোন জেলা?

উত্তর:- কোল্লাম জেলা।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।